ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মামলায় মুক্তি পাওয়া নেতাকর্মীদের নিয়ে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। এ সংগঠনের নাম ‘বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ’। রোববার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের ১০ জন সমন্বয়ক এবং ২১ জন সদস্যের পরিচয় সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে ঈশ্বরদীর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন এবং জামিনে মুক্তি পাওয়া অনেকেই এখনও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। কারাগারে থাকা ৯ জন নেতার মুক্তির দাবিও জানানো হয়, অন্যথায় তারা রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তারা আরও বলেন, ঈশ্বরদীর বিএনপি কমিটি গঠনে তাদের উপেক্ষা করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
সংবাদ সম্মেলনে ট্রেন হামলা মামলার কারামুক্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।