স্বামীকে নিয়ে ‘কারওয়া চৌথ’ করলেন প্রিয়াঙ্কা

পদ্মাটাইমস ডেস্ক : নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কার চোপড়ার একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে, সনাতন ধর্মের ‘কারওয়া চৌথ’ পালন করছেন এ জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, লন্ডনের বাড়িতেই বিদেশী স্বামীর সঙ্গে ঘটা করে প্রিয়াঙ্কা এবার পালন করেছেন ‘কারওয়া চৌথ’।
ইনস্টাগ্রামে উৎসবের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের কাপড়ে মাথায় ঘোমটা দিয়ে ভারতীয় স্টাইলের বউয়ের সাজে স্বামীর মঙ্গল কামনায় ব্রত রেখে উপবাস ছিলেন প্রিয়াঙ্কা।
তিথি অনুযায়ী এবার ‘কারওয়া চৌথ’-র উপবাস সময় ছিল রোববার (২০ অক্টোবর) ভোর ৬ টা ২৭ মিনিট থেকে। উপবাস শেষ হয় ৭ টা ৫৩ মিনিটে। মোট ১৩ ঘণ্টা ২৬ মিনিটের উপবাসের পুরো সময়টাই নিষ্ঠার সঙ্গে পূজা করেছেন। পাশে ছিলেন স্বামী ব্রিটিশ গায়ক নিকও।
আকাশে চাঁদ উঠলে হিন্দু ধর্মীয় রীতি মেনে প্রিয়াঙ্কার উপবাস ভাঙান নিক। এসময় প্রিয়াঙ্কা হাতে মেহেদি পরেছিলেন। হাতের তালুতে স্বামী নিকের নাম লেখার পাশাপাশি জন্ম তারিখ ৩ সংখ্যাটিও লেখেন প্রিয়াঙ্কা।
পুরো উৎসবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও বলিউড মেগাস্টার সালমান খান অভিনীত জনপ্রিয় গান ‘চাঁদ ছুপা বাদল মে’। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সানাম’-র এ গানের সাথেই এবারের ‘কারওয়া চৌথ’ উদযাপন করেন নিক ও প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, ‘কারওয়া চৌথ’-এ নিজের পরিবারকে যেন মিস না করেন প্রিয়াঙ্কা, সেজন্য শাশুড়ি মধু চোপড়াকে বিডিও কল দেন নিক। এরপর ভারতে থাকা স্ত্রীর পরিবারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মেতে ওঠেন এ তারকা জুটি।