পত্নীতলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীর উপর হমলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও অভিনয় শিল্পী সমিতির সদস্য ,শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামের সোবহানের ছেলে এমরান হোসেন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী এমরান।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ হোটেলে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য তিনি বলেন ,আমন্ত উপ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সবিউর রহমানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন আমন্ত গ্রামের মজিদুল। টাকা না দিলে মোটরসাইকেল পুড়ে দেওয়ার হুমকি দেন তিনি, এবিষয়ে বাকবিতন্ডা চলে এমতাবস্থায ডাক্তার এমরানকে ফোন করে তার বাবার সহযোগিতা চান, এমরানের বাবা এসে ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেন কিসের টাকা দিতে হবে এসব জিজ্ঞেস করেন, এবার ডাক্তাতর কে বাদ দিয়ে এমরানের বাবার সাথে কথা-কাটাকাটি হয় এই জের ধরে ১৭ ও ১৮ অক্টোবর লাঠিসোটা, লোহার রড, হাসুয়া দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে দফায় দফায় এমরান ও তার পরিবারে উপর অতির্কত হামলা ও প্রাণ নাশের হুমকি দেয় মজিদুল ও তার লোকজন।এতে এমরান তার মা বাবা সহ তার পরিবারের ৫ জন আহত হয়।
কারো মাথায় হাসুয়ার কোপ, কারো ঘাড় ফেটে যায় কারো হাত কেটে যায়। স্থানীয়রা তাদের পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় ন্যায় বিচারের আশায় অভিনেতা এমরান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/ ২০ জনকে আসামী করে পত্নীতলা থানায় মামলা দায়ের করেছেন। প্রতিনিয়ত তারা এমরান ও তার পরিবারের মানুষদের প্রাণ নাশের হুমকি দিয়ে শাসাচ্ছে যে তাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবেন। সে কত বড় অভিনেতা? কিসের ছাত্র আন্দোলনের নেতা?। হুমকি ধুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।
এমতাবস্থায় তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি প্রশাসন, সাংবাদিক ও সচেতন সমাজের সহযোগিতা চেয়েছেন। তিনি এ ঘটনার ন্যায় বিচার চান।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।