কারিতাসের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত:
অক্টোবর ২২, ২০২৪; সময়: ৭:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আশা প্রকল্পের উদ্যোগে এ্যাডভোকেসী লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ও ২২ অক্টোবর পত্নীতলা উপজেলার শাহাজাদপুর সামাজিক সংগঠনের ক্লাব ঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা যতিন টপ্য ও কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডী। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা। এ প্রশিক্ষণ কর্মশালায় আদিবাসী গ্রাম পরিষদের ৩০ জন নেতা নেত্রী অংশগ্রহণ করেন।