গুরুদাসপুরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটনিং

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজার মনিটনিং করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২অক্টোবর) দুপুরে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটনিং করা হয়। মনিটনিং টিমের নেতৃত্ব দেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।
এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। দোকানে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্য তালিকা না থাকাসহ চড়ামূল্যে পণ্য বিক্রির অপরাধে পাঁচ দোকান মালিককে বিভিন্ন ধারায় ৬ হাজার ২ শত টাকা আর্থিক জরিমানা করা হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, নিত্যপণ্যের বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে দোকান মালিকদের অবহিত করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যতালিতা প্রতিটি দোকানে ঝুলিয়ে দিতে বলা হয়েছে। কোনো দোকানে মুল্যতালিকার বাহিরে অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয়ের অভিযোগ পেলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর পাপাপাশি তিনি প্রত্যেক দোকান মালিককে পলিথিন ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন। তিনি আরো বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।