শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা শীর্ষক ওরিয়েন্টেশন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪; সময়: ৭:৩২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ কোর্ট বাজার এলাকায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এতে আরো বক্তব্য রাখেন, প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল ও কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পীসহ অন্যরা। বক্তারা বলেন, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তুলে ধরলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন