জয়পুরহাটের কালাইয়ে হোটেল ঘর দখল করে ইউনিয়ন বিএনপির কার্যালয় স্থাপনের অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪; সময়: ৮:১০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের মধ্যে খাবার হোটেলের ঘর দখল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় স্থপানের অভিযোগ ওঠেছে। সেখানে দলীয় সাইনবোর্ড টাঙিয়েছে দলের নেতাকর্মীরা। এ ঘটনায় ওই হোটেল মালিক রেজাউল করিম তালুকদার মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ দুই জনের বিরুদ্ধে থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবী, দখল নয়, ১৪ বছর আগে এই জায়গায় আমাদের দলীয় কার্যালয় ছিল, ৫ আগস্টের পর তা আমরা ফেরত নিয়েছি।

অভিযোগ সূত্রে জানা যায়, রেজাউল করিম তালুকদার মাত্রাই ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে টিনের ছাউনি একটি ঘরে খাবার হোটেলের ব্যবসা করতেন। চলমান পরিস্থিতিতে গত ১৬ সেপ্টেম্বর মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম হোটেলে এসে রেজাউল করিম তালুকদারের কাছে চাঁদা দাবি করেন। তিনি অস্বীকৃতি জানান। এরপর জাহিদুল ইসলাম মালিককে হোটেল থেকে বের করে দেন এবং তালা ঝুলিয়ে দেন। বিএনপির নেতারা রেফ্রিজারেটর, চেয়ার, টেবিল ও ফ্যানসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামালসহ হোটেল জবর-দখল করেছেন।

মঙ্গলবার সকালে মাত্রায় বাজারে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আজ যে জায়গায় হোটেল ঘর আছে, ১৪ বছর আগে এই জায়গায় বিএনপির দলীয় কার্যালয় ছিল। তখন একই কৌশলে আওয়ামী লীগের লোকজন জায়গাটি দখলে নিয়ে রেজাউলকে মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছিলেন। হোটেলটি বেশ কয়েক মাস ধরে বন্ধ আছে। ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা হোটেল দখলে নিয়ে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছে।

হোটেল মালিক রেজাউল করিম তালুকদার বলেন, আমি বয়স্ক মানুষ, কোন দলের সাথে যুক্ত না। নিয়মিত হাটের খাজনা দিয়ে ওই জায়গাতে হোটেল ব্যবসা করি। কয়েকদিন বন্ধ থাকার পর যেই হোটেল খুলেছি, তখন জাহিদুলসহ অন্যরা এসে আমার হোটেল জবর-দখল করেছে। তারা হোটেলের সামনে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছেন। আমি আমার হোটেল ফেরত চাই।

মাত্রাই বাজারের ব্যবসায়ী রিজু তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে ওই জায়গাতে খাবার হোটেলের ব্যবসা করছেন রেজাউল করিম তালুকদার। অসুস্থতার কারণে হোটেলটি বন্ধ ছিল। হোটেলের জায়গাটি মাত্রাই হাটের জায়গা। ৫ আগস্টে পর জাহিদুল ও তার লোকজন হোটেলটি দখল করে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছেন।

বিএনপি নেতা জাহিদুল ইসলাম বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সত্য না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে হোটেলের জায়গাটিতে বিএনপির দলীয় কার্যালয় ছিল। সেই সময় আওয়ামীলীগের লোকজন এই জায়গা দখল করেন। পরে তার নিকট থেকে টাকা নিয়ে এখানে হোটেল করে দেন। তাছাড়া অনেক দিন ধরেই হোটেলটি বন্ধ রয়েছে। এই জায়গাতে আবার দলীয় কার্যালয় করার জন্য হোটেলের মালিককে তার সব আসবাবপত্র সরিয়ে নিতে বলা হয়েছিল। তিনি সরিয়েও নিয়েছেন। পরে জায়গাটিতে সাইনবোর্ড টাঙিয়েছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন