সাংবাদিক তুহিনের বাবার মৃত্যুতে বাসস রাজশাহী মহানগরের শোক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪; সময়: ১১:৪৪ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা কমিটির সন্মানিত সদস্য তুহিন আলীর বাবা মো: আশরাফ আলী আজ ভোর সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।

মরহুম আশরাফ আলী দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তার সন্তান সাংবাদিক তুহিন আলী সকলের কাছে তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা। সংগঠনটির সভাপতি মোঃ গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি এক শোক বার্তায় মরহুম আশরাফ আলীর অকাল প্রয়ানে দোয়া কামনা করেন।

আজ বাদ যোহর আশরাফ আলীর জানাযা চকপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন