নওগাঁয় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪; সময়: ১২:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, আরমান হোসেনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, অতি দ্রুত রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করেনি, এমন বক্তব্যে দিয়ে তিনি নিজের রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়ে ফেলেছেন। আমরা অতিদ্রুত রাষ্ট্রপতির পদত্যাগ চাই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন