নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে নওগাঁয়। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে খামারবাড়িতে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস এই আয়োজন করে। কার্যক্রমের অংশ হিসেবে খামারবাড়িতে বেশ কয়েকটি স্টল বসানো হয়। সেখানে ইঁদুর নিধনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আয়োজকেরা।
পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বক্তব্য রাখেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা পরিবেশ সম্মতভাবে পরিদর্শন ও সজাগ দৃষ্টির মাধ্যমে ইঁদুর দমনের আধুনিক কৌশল তুলে ধরেন। সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের চাষিরা অংশ নেন। এই অভিযান আগামী নভেম্বর পর্যন্ত চলবে বলে জনান আয়োজকরা।
এর আগে খামারবাড়ি চত্বরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান পরীক্ষাগার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।