পোরশায় মুরগী ও ডিমের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা
প্রকাশিত:
অক্টোবর ২৩, ২০২৪; সময়: ১:৫৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মুরগী ও ডিমের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার নিতপুর কালাইবাড়ি বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আরিফ আদনান।
সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক দামের চেয়ে অতিরীক্ত দাম আদায় করছে জেনে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ওইদিন বিকালে সরজমিনে কালাইবাড়ি বাজারে গিয়ে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
এতে সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিক চারটি দোকানে জরিমানা আদায় করেন। তিনি দোকানদারদের মুরগী ও ডিম বিক্রিতে অতিরীক্ত দাম না নেয়ার জন্য শতর্ক করেন। কেউ অতিরীক্ত অর্থ আদায় করলে তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য তিনি বলেন। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির সহ পুলিশ কর্মকর্তারা তার সাথে ছিলেন।