ছাত্র গণআন্দোলনের খুনীদের গ্রেপ্তার ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে সিরাজগঞ্জে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিরাজগঞ্জে শহীদদের সকল খুনীদের দ্রুত গ্রেফতার ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে এ কর্মসুচিতে জেলানবিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যা হামলার সাথে জড়িত অনেকেই এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই দ্রুত তাদের আটক করা হোক। এছাড়া পলাতক হাসিনার পদত্যাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় রাষ্ট্রপতির দ্রুত পদত্যাগ চাই। তা না হলে সারা দেশের মতো সিরাজগঞ্জের কঠোর আন্দোলন কর্মসূচি দেবে বিএনপি।