বাগমারায় সোনালীকা ট্রাক্টর-ডে উপলক্ষ্যে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪; সময়: ৬:৫৮ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সোনালীকা-ডে উপলক্ষ্যে বার্ষিক সার্ভিস ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের প্রেমতলী মাঠে এসিআই মটরসের পক্ষ থেকে বার্ষিক সার্ভিস ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বার্ষিক সার্ভিস ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এসিআই মটরসের ডিআরএসএম মেহেদী হাসান, টিএমএ তানভীর আহমেদ, আরটিএম মাসুদ আলম, টিএমএস মারুফ বিল্লাহ, মার্কেটিং অফিসার নীল কমল, রিকভারী অফিসার মোহাম্মদ হোসাইন সহ স্থানীয় সোনালীকা ট্রাক্টরের গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস, বুকিং ও স্পেয়ার পার্টসের উপর ডিসকাউন্ট, ফ্রি মেডিকেল চেকআপ, সোনালীকা ট্রাক্টর প্রদর্শনী- উদ্যোক্তার গল্প, গেইম জোন ও সেলফি কনটেস্ট ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠান শেষে এইসআই মটরসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন