বাগমারায় প্রতিপক্ষের হামলায় ২০ জন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিলে মাছ চাষকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে হেলাল উদ্দীন (৪৫), রহিদুল ইসলাম (৪২), সৌরভ হোসেন কায়েস (৫৫), গহের উদ্দীন (৪৯) ও সৈয়দ আলী আলীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের দ্বীপপুর গ্রামে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো হামলার আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, গত মঙ্গলবার (২২ অকেক্টাবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দ্বীপপুর মোড়ে চায়ের দোকানে বসে ছিলেন আহতরাসহ এলাকার লোকজন। এমন সময় প্রভাবশালী সেলিম, নজরুল ইসলাম ও ফজলুর রহমানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অর্তকিত ভাবে চায়ের দোকানে ঢোকে এলাপাতাড়ি মারধর শুরু করেন। তাদের হামলায় ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে যান এবং পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে আনে।
এলাকার লোকজন জানান, উপজেলার দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়নের মাঝখানে বিলসূতি বিলটি অবস্থিত। বিলে প্রায় ৮ শতাধিক বিঘা জমি খাস রয়েছে। এছাড়াও বিলে মালিকানা জমিও রয়েছে। এলাকার মৎস্যজীবীরা বিলিটিতে প্রতিবারে মাছ ছেড়ে দেয় এবং সেখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালান । কিন্তু এবারে খাস জমি ইজারা নিয়ে দ্বীপপুর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নামে স্থানীয় প্রভাবশালী মাষ্টার সেলিম রেজা, মাষ্টার ফজলুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, রেজাউল করিম, কামাল হোসেনসহ এলাকার প্রভাবশালী ও চাকুরীজীবীরা লিজ নেয়ার নামে পুরো বিল দখল করে নেয়। সরকারী কার্ডধারী মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, সৈয়দ আলী প্রামানিক, বাচ্চু প্রামানিক, মাসুদ রানাসহ অনেকে জানান, যুগ যুগ ধরে বিলে মাছ ধরে এলাকার জেলে পরিবার গুলো জীবিকা নির্বাহ করছিলেন।
প্রভাবশালীরা লিজ নেয়ার পর থেকে বিলটিতে মাছ ধরতে দিচ্ছে না। মাছ শিকার বন্ধ হওয়ায় জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। জমির মালিক ইমরান হোসেন, জাহেদুর রহমান, লুৎফর রহমান, সাগর আলী, ফজের উদ্দিন, সামুর রহমান, ফেরদৌস শাহ, সৈয়দ আলীসহ বেশ কয়েকজন কৃষক জানান, বিলের ৫শত বিঘার মত খাশ থাকলেও প্রভাবশালী ও স্বার্থান্বেশীমহল পুরো বিলটি দখল করছে।
অবিলম্বে বিলটি উন্মুক্ত করে জেলেদের মাছ শিকারসহ এলাকার জনসাধারনকে পানি ব্যবহারের সুযোগ দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে গত ৮ আগষ্ঠ মানববন্ধন করেন তারা। এদিকে বিলটির বিষয়ে প্রতিকার চেয়ে মৎস্যজীবিরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন । অভিযুক্ত প্রভাবশালী সেলিম রেজাসহ তার সহযোগীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসা চলছে। এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।