খালি পেটে ভুলেও খাবেন না এই খাবারগুলো

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪; সময়: ৩:১১ pm | 
খবর > স্বাস্থ্য

পদ্মাটাইমস ডেস্ক : খালি পেটে কিছু খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এগুলো হজম প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে বা শরীরে অন্যান্য নেতিবাচক প্রতিক্রিয়া ঘটাতে পারে।

জেনে নিন খালি পেটে কোন খাবারগুলো থেকে বিরত থাকবেন-

১. টক ফল: খালি পেটে কমলা কিংবা লেবু জাতীয় টক ফলের মধ্যে প্রচুর অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে পেটে অম্লত্ব (অ্যাসিডিটি) বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

২. কাঁচা সবজি: কাঁচা সবজিতে প্রচুর ফাইবার থাকে, যা খালি পেটে খেলে পেটের অস্বস্তি, গ্যাস এবং পেটফাঁপার সমস্যা দেখা দিতে পারে।

৩. কফি: খালি পেটে কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক হতে পারে এবং পরবর্তীতে পেটের সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষত, কফিতে থাকা ক্যাফেইন খালি পেটে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

৪. কার্বোনেটেড ড্রিংক (সফট ড্রিংকস): এগুলোর কারণে খালি পেটে গ্যাস এবং অ্যাসিডিটি বেড়ে যায়। বিশেষ করে, এগুলোতে থাকা চিনি ও কার্বন ডাই অক্সাইড পাকস্থলীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

৫. মশলাযুক্ত খাবার: মশলাযুক্ত খাবার খালি পেটে খেলে হজমে সমস্যা হতে পারে এবং পেটের প্রদাহ বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

৬. দই: দই খালি পেটে খেলে পাকস্থলীর অ্যাসিড প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর কার্যকারিতা নষ্ট করতে পারে। এটি খাওয়ার জন্য সঠিক সময় হলো খাবারের পরে বা অন্য সময়ে।

৭. মিষ্টি জাতীয় খাবার: খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা দ্রুত বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

খালি পেটে এসব খাবার পরিহার করে হালকা কিছু খাওয়া যেমন: কলা, ওটস বা খেজুর খাওয়া ভালো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন