‘টারজান’-এ অভিনয় করতে গিয়ে সিংহের কামড় খেয়েছিলেন রন

পদ্মাটাইমস ডেস্ক : মাসখানেক আগে মারা গেছেন ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি। গতকাল বুধবার তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি ইনস্টাগ্রামে তার বাবার মৃত্যুর খবর জানান। অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভক্তরা।
১৯৬৬ সালে ‘টারজান’-এ প্রধান চরিত্রে নাম লেখান রন। ।এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। বিশ্বব্যাপী টারজান নামেই পরিচিত হয়ে ওঠেন। তবে চরিত্রটি করতে বেশ কাটখড় পোড়াতে হয়েছে তাকে।
‘টারজান’-এ অভিনয় করতে গিয়ে দুইবার কাঁধের হাড় ভেঙেছে রনের। ছিঁড়েছে পিঠের পেশিও। বনে রাজত্ব গড়ে তোলা টারজানের ভূমিকায় রুপদান করতে গিয়ের পসশুপাখির সঙ্গেও ক্যামেরায় দাঁড়াতে হয়েছে রনকে। হিংস্র সিংহও ছিল সে তালিকায়। সেটি করতেই বাঁধে বিপত্তি। খেতে হয় দুইবার সিংহের কামড়।
রন এলির জন্ম ১৯৩৮ সালে, টেক্সাসে। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে সিটকম ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’ ও ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেন রন। তবে তাকে জনপ্রিয়তা এনে দেয় টারজান চরিত্রটি।