বিএপিএসের দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সদস্য নির্বাচিত হলেন বাবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(বিএপিএস) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার ট্যাক্স কালেক্টর বাবুল হোসেন সরদার।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আড়াইহাজার পৌরসভার ম.ই তুষার ও সদস্য সচিব করা হয়েছে মির্জাপুর পৌরসভার বাবুল হোসেনকে।
এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার ট্যাক্স কালেক্টর বাবুল হোসেন সরদার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার সম্মানিত সদস্য বাবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পৌরসভার স্টাফ সুব্রত কুমার কুন্ডু, মোতালেব হোসেন লাল, আশরাফুল আলম, সেলিম রেজা, মোহাম্মদ আলী, নাজমুল হক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাবুল হোসেন সরদার জানান, তিনি যেন দেশের সকল পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন করার লক্ষে আন্তরিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।