জয়পুরহাটের কালাইয়ে একটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪; সময়: ৬:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখরা গ্রামে তছিমদ্দিন ফকির নামের এক গৃহস্বামীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটেছে।

ডাকাতরা বাড়ির সদস্যদের মারপিট করে গরু,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির সময় নারী নির্যাতন ঘটনারও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেশি ও পুলিশ সূত্রে জানা যায় ,শুক্রবার দিবাগত রাত দুটার দিকে প্রাচীর টপকে ডাকাতের দল বাখরা গ্রামের তছিমদ্দিনের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করে ডাকাতি শুরু করে। প্রায় দুই ঘন্টা ধরে ডাকাতিকালে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ টি গরু,নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা,স্বর্ণালঙ্কার ও বাড়ির যাবতীয় মালামাল লুট করে। এ সময় বাড়ির এক গৃহবধু নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে।

ডাকাতদের মারপিটে আহত গৃহস্বামীর স্ত্রী রোকেয়া বেগম (৬৫),বড় ছেলে গোলাম মোস্তফা (৪২) ও নাতনি মিম্মা (১৫) কে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৫) কে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন