সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান
প্রকাশিত:
অক্টোবর ২৬, ২০২৪; সময়: ৮:৩৭ pm | 
খবর > আঞ্চলিক

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে। সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে পদ্মা নদীর সুজানগর উপজেলার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৩ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, মা ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।