ফিটনেস ভালো রাখে ৫ উপাদান

পদ্মাটাইমস ডেস্ক : বয়সকে তুড়ি মেরে রূপ আর ফিটনেস ধরে রাখতে চান? তবে নিয়মিত ডায়েট লিস্টে রাখতে হবে ৫ উপাদানসমৃদ্ধ বিশেষ কিছু খাবার। স্বাস্থ্য ঠিক রাখতে সঠিক খাদ্য সঠিক সময়ে খাওয়ার গুরুত্বের কথাও বলছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে ওজন কমাতে প্রয়োজনীয় খাবার থেকেই দূরে সরে যাচ্ছেন অনেকে। এতে ওজন কমলেও শরীর ফিট না থেকে ক্লান্তি ঘিরে ধরে আপনাকে। তাই ফিট থাকতে ৫ উপাদানসমৃদ্ধ খাবার তালিকায় রাখার পরামর্শ চিকিৎসকদের।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে উপকারী উপাদান থাকা প্রয়োজন। ফল, সবুজ শাক-সবজি, শস্যদানা, মাংস এবং কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়াও জরুরি।
ফিটনেস ভালো রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি নিশ্চিত করতে হবে খাবারের ৫টি উপাদান। এগুলো হলো পানি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও ভালো মানের ফ্যাটসমৃদ্ধ খাবার।
ডায়েটেশিয়ানরা বলছেন, শরীর ফিট রাখতে পানির বিকল্প নেই। নিয়মিত পর্যাপ্ত পানির সঙ্গে প্রয়োজন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও ভালো মানের ফ্যাটসমৃদ্ধ খাবার।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত খাবারের তালিকায় রাখা প্রয়োজন দুধ ও দুগ্ধজাত খাবার। এসব খাবার একসঙ্গে পানি, প্রোটিন ও ভালোমানের ফ্যাটের চাহিদা পূরণ করতে পারে।
কার্বোহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ খাবারের জন্য ওটস, বিভিন্ন ধরনের বাদাম, রঙিন ফল ও সবুজ শাক-সবজি নিয়মিত ডায়েট লিস্টে রাখুন। নিয়মিত এ ৫ উপাদানসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাসই আপনাকে এনে দেবে কাঙ্খিত ফিটনেস।