সুজানগরে ভোক্তা অধিকারের অভিযান, আট প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪; সময়: ৬:২২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে ৮ টি প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পেঁয়াজের বাজারের আড়তে ৪১ কেজি নিয়ে ৪০ কেজির দাম নেবার অভিযোগে, ক্রয়ের ভাউচার জেটি দেশের বিভিন্ন জায়গায় যায় সেই ভাউচারের কোন কার্বন কপি না রাখা, ট্রাকের চালানে মূল্য না রাখার অপরাধে ৩ টি আড়তকে ৬ হাজার টাকা, সরকার নির্ধারিত দামে সোনালী ও পোল্ট্রি মুরগি বিক্রয় না করা এবং তিনটি ডিম ব্যবসায়ী বেশি দামে ডিম বিক্রয় ও দামের তালিকা না রাখায় ১৩ হাজার টাকা জরিমানা করা সহ ৮ টি প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন