আরএমপি ডিবি’র অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪; সময়: ৬:৫৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনা সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার এক মহিলা তার বাড়িতে গাঁজা বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি আজ দুপুর সোয়া ১২ টায় রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা ঐ মহিলা কৌশলে পালিয়ে যায়। পরবতীতে তার ঘর থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আমামিকে গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন