ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ
প্রকাশিত:
অক্টোবর ২৭, ২০২৪; সময়: ৭:২২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া : পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করেছেন উপজেলা যুবদলের একাংশের নেতাকর্মীরা। আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, বিএনপি নেতা মহব্বত হোসেন, উপজেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, আশরাফুল ইসলাম এলি, জাকির হোসেন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে শতাধিক ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়।