রাজশাহীতে পরিক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী প্রিয়া গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪; সময়: ৮:২৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজে নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া গ্রেপ্তার হয়েছে ।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পরিক্ষার হলে অবস্থানকালে অন্য শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এই নেত্রী। পরে শিক্ষার্থীদের দাবির মুখে তাঁকে নগরের বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে কলেজ প্রশাসন।

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের এই নেত্রী সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি ধামকি দিয়েছেন । এমনকি সে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা করে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছেন ।

এদিকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে । এতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য তাকে গাড়িতে উঠানোর চেষ্টা করলে প্রিয়া ’মুজিব সেনার স্মরণে, ভয় করি না মরণে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন । যা মুহুর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ।

এবিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানার ডিউটি অফিসার জানান, আজ বিকেলে জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে । পরে তাঁর বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন