যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাদেবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪; সময়: ৬:৪৫ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) সকালে স্থানীয় বাসষ্ট্যান্ডে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ সভাপতি কাজী রওশন জাহান, যুবদল নেতা আনোয়ার হোসেন, চঞ্চল, ছাত্রদল নেতা আতিকুর রহমান প্রমূখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার ৫০০ রোগিকে চিকিৎসাসেবা প্রদান করেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইমরুল কায়েশ, ডা. দেওয়ান আব্দুস সবুর, ডা. সুস্মিতা সেন, ফার্মাসিষ্ট আব্দুল মতিন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন