মান্দায় জামায়াতের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তা-বে নিহতের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মান্দা উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, নওগাঁ জেলা ওলামা সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, উপজেলা শিবির পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ ও পূর্ব শাখার সভাপতি রোমান ইসলাম প্রমুখ।
শেষে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।