সুজানগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৩
প্রকাশিত:
অক্টোবর ২৮, ২০২৪; সময়: ৭:৫১ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই এলাকায় সোমবার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হন আরও ৩ শ্রমিক।নিহত হৃদয় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে ।সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চরদুলাই গ্রামের মোশারফ হোসেন মুরাদ মাস্টারের নির্মাণাধীন ভবনটিতে ওই শ্রমিক কাজ করছিলেন।
অসাবধানতায় বিদ্যুৎ সরবরাহ লাইন স্পর্শ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ শ্রমিক আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।