নওগাঁয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তানন্তর করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন ছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের কাছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবুবকর সিদ্দিক নান্নু, সদস্য সচীব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা নির্ববাহী অফিসার (ইউএনও) রবীন শীষ, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএসএম নূরুজ্জামান নান্টু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।