চারঘাটে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪; সময়: ৭:১৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আরিফ হোসেন, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন।

এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা এম এ হাদিী ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) জাহেরা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপির প্রতিনিধি মেজবাহ, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও বিভিন্ন ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান, সচিবগন, চারঘাট নৌপুলিশ ফাঁড়ি ইনর্চাজ প্রতিনিধি জহুরুল, বিজিবি প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সরকারী কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, বড় বড় গডফাদার ও মাদক ব্যবসাদের তালিকা করে তাদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন আইনুগত ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান। চারঘাট মাদকমুক্ত করতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন