জয়পুরহাটের কালাইয়ে দিনে দুপুরে পুলিশ পরিচয়ে বাড়ি ডাকাতির অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪; সময়: ৯:৪৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলায় একটি গ্রামে দুপুর বেলায় প্রকাশ্যে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ঘর তল্লাসী করার নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর দেড়টায় ভেরেন্ডি গ্রামের জাকারিয়া ওরফে বাবু মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটেছে। খবর কালাই থানা পুলিশের একটি দল বিকেলে ঘটনাস্থলে যায়।

গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকারিয়া বাবু বুধবার দুপুর দেড়টার দিকে বাড়িতে ছিলেন। পাশের গ্রামের পরিচিত একব্যক্তিসহ দুটি মোটরসাইলে চার জন ব্যক্তি জাকারিয়ার বাড়ির ফটকের কাছে আসেন। জাকারিয়ার কাছে অপরিচিত ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির ভেতর ঢোকেন। তাঁদের কাছে হ্যান্ডকাপ ও রিভলবার ছিল। জাকারিয়ার ঘরের মাদক আছে বলে তাঁরা তল্লাসী করতে চান। এসময় তাঁরা জাকারিয়ার ও তাঁর পরিবারের লোকজনদের ভয়-ভীতি দেখিয়ে সবাইকে বাড়ির ভেতর এক জায়গায় দাঁড়িয়ে রাখেন। সেখানে একজন তাঁদের পাহারা দিচ্ছিলেন। প্রায় ২০/২৫ মিনিট পর তাঁর ঘর থেকে বেড়িয়ে দ্রুত পালিয়ে যান। জাকারিয়া ও তাঁর পরিবারের লোকজন ঘরে ঢোকে আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। ড্রয়ারের ভেতরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নেই। এরপর তাঁরা থানা পুলিশকে খবর দেন।

জাকারিয়া ওরফে বাবু মিয়া বলেন, ‘আমার বাবা মাদকাসক্ত এটা গ্রামবাসী সবাই কম-বেশী জানেন। একারনে আগেও ২/৩ বার আমাদের বাড়িতে পুলিশ বাড়িতে এসেছিল। আজকে দুপুরে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে আমাদের বাড়িতে ঢোকে। তাঁদের হাতে হ্যান্ডকাপ ও রিভলবার ছিল। তাঁরা আমাদের বাড়ির এক জায়গায় সবাইকে দাঁড়িয়ে রেখে ঘর তল্লাসী করতে ঢোকেন। তাঁরা ঘর তল্লাসী করে দ্রত চলে যান। আমরা ঘরে গিয়ে আলমারির ড্রয়ার খোলা রয়েছে। আলমারির ড্রয়ারে রাখা ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নেই। তাঁরা যে পুলিশ নয় তাঁদের দেখে সেটি ভাবার কোন উপায় নেই। তিনি আরও বলেন, বাহিরে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। সেখানে তাঁদের ছবি দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করলে তাঁদের সনাক্ত করতে পারবে বলে আশা করছি।

বাবু মিয়ার স্ত্রী জেসমিন আক্তার বলেন, ওই ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে আমাদের ভয়-ভীতি দেখিছেন। তাঁরা যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ আমরা কেউ ভয়ে কথা বলতে পারিনি।

মাত্রাই ইউপির সদস্য জিয়াউর রহমান বাদশা বলেন, আমাদের গ্রামের জাকারিয়া বাবুর বাড়িতে দুপুর বেলায় সাদা পোশাকের পুলিশ এসে তল্লাসী নাম করে ঘরে ঢোকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিদের সঙ্গে পাশের গ্রামের একব্যক্তিও ছিলেন বলে জেনেছি।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বিকেল পাঁচটায় বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। কারা কিভাবে ঘটনা ঘটাল তা এখনো বিস্তারিত জানা যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন