পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪; সময়: ১:১৮ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।

এসময় উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ আল-আমীন সরকার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন