মাসে কত টাকা বিদ্যুৎ বিল দেন শাহরুখ, ক্যাটরিনা, দীপিকারা?

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪; সময়: ৪:৪৬ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : কখনও ইলেক্ট্রিসিটির বিল যেন মধ্যবিত্তের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। মাস গেলে বিদ্যুতের জন্য হাজার খানেক টাকা গোনাটাও অনেকের পক্ষে হা-হুতাশের ব্যাপার। তবে জানেন কি, বলিউডের তারকারা প্রতি মাসে কত টাকার বিল দিয়ে থাকেন?

অনেকের কাছে অনুমেয় যে, তারকাদের এলিট ক্লাস জীবনযাপনের জন্যে হয়ত অনেকটা বেশিই চলে আসে ইলেকট্রিক বিল। বাস্তবে এই বিলের অঙ্ক এতটাই বেশি, যা জানলে চোখ কপালে উঠতে পারে! বলিউডের কিছু সূত্রের বরাতে এ নিয়ে কিছু তথ্য দেখা গেছে ভারতের বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ ও টিভি নাইনের পাতায়। জেনে নেওয়া যাক মাস গেলে কত টাকা ইলেকট্রিক বিল দেন শাহরুখ, দীপিকা, ক্যাটরিনারা?

ভিকি-ক্যাটরিনা-
মুম্বইয়ের এক ৪ বিএইচকে ফ্ল্যাটে বিয়ের পর সংসার পেতেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সূত্র জানাচ্ছে, মাস গেলে ৮ থেকে ১০ লক্ষ রুপি বিল দিয়ে থাকেন ওরা।

সালমান খান-
খান মানেই রাজকীয় হাবভাব। ক্যাটরিনা ও ভিকিকেও ছাপিয়ে গেছেন সালমন খান। তার ইলেকট্রিক বিল নাকি ২৩ থেকে ২৫ লক্ষ রুপি!

সাইফ-কারিনা-
বলিউডের হটেস্ট কাপল সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাদের ইলেকট্রিক বিল আসে ৩০ থেকে ৩২ লক্ষ রুপি।

দীপিকা-রণবীর-
নতুন বাড়ি কিনেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইলেকট্রিক বিল সেখানেও কিছু কম আসে না। শোনা যাচ্ছে, প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ রুপি বিল দিয়ে থাকেন তারা।

শাহরুখ খান-
শাহরুখ খানের সাধের বাড়ি ‘মান্নাত’ সম্পর্কে অনেকেই জানেই। সাতমহলা ওই বাড়ির ইলেকট্রিক বিল ছাপিয়ে গেছে সালমান খানের বিলকেও। সূত্র জানাচ্ছে মান্নাতে নাকি বিল আসে প্রায় ৪৩-৪৫ লক্ষ রুপি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন