শিবগঞ্জে বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উঠান বৈঠক করেছেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেলাল-ই-বাকী ইদ্রিশী।
শুক্রবার দিনব্যাপি উপজেলার তেলকুপি বাজার, কালিগঞ্জ বাজার ও বাখোরালি বিশ্বনাথপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এই উঠান বৈঠক করেন তিনি। এ সময় তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধমে গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী গোষ্ঠি আবার বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় সভা ও মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করছে।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।