আওয়ামী লীগের সঙ্গে আঁতাত কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : দুলু

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গাঃ আওয়ামীলীগের সঙ্গে আঁতাত কারীর বিরুদ্ধে দলীয় ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরো বলেন, যারা সন্ত্রাসী আওয়ামী নেতাদের আশ্রয় দিবে তাদের কাউকেও ছাড় দেয়া হবে না।
শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথা গুলো বলেন।
জনসভায় খাজুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির নেত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, সেক্রেটারী এ্যাডভোকেট এম শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, সেক্রেটারী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান সহ প্রমূখ।