বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালন
প্রকাশিত:
নভেম্বর ২, ২০২৪; সময়: ১:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় অফিসার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডিপিও আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সমবায়ী কোরবান আলী, বাবলু রেনেতোষ কোড়াইয়া, আব্দুল মতিন, ওমর ফারুক প্রমুখ।