অহংকার দেখানোয় শেখ হাসিনার পালানোর পরিনিতি হয়েছে : সিরাজগঞ্জে বিএনপি নেতা টুকু

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪; সময়: ৭:২৫ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আল্লাহ নির্যাতনকারীকে নির্যাতন করতে দেয়, দেখে নির্যাতন তার কবে শেষ হয়। সেদিন তাকে ধরে ফেলে। আপনারা সবাই তো দেখেছেন অত্যাচার করে হাসিনা আর দেশে থাকতে পারিনি।

তাকে জনরসের ভয়ে অন্যদেশে পালিয়ে যেতে হয়েছে। হাসিনার আদালত আমাকে ৯ বছর জেল দিয়েছিল। আমি ঘোষণা দিয়েছিলাম আমি তার জেলে যাব না। জনগণের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আমি আপনাদের আমৃত্যু গোলাম। অহংকার দেখাবেন না, অহংকার এর মালিক একমাত্র আল্লাহ। অহংকার দেখালে হাসিনার মতো পরিণতি হবে।

বিকেল সিরাজগঞ্জ পৌর এলাকা গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এক কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, পাকিস্থান সরকার আমলে স্বাধীন ভাবে মিছিল মিটিং করতে পেরেছে। ৭১ থেকে ৭৫ পর্যন্ত কোন দল মিটিং সমাবেশ করতে পারে নাই। কিন্ত সৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা কালে কোন মিছিল মিটিং করতে দেয়নি।

তিনি শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কান্দাপাড়া ননী গোপাল সাহা পাইকপাড়া মডেল হাই স্কুল মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের দুই পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন