রাজশাহীর বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ১৯তম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত:
নভেম্বর ৩, ২০২৪; সময়: ১২:২২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য সালেহ্ উদ্দিন বেবীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থ্যতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির এই নেতা।
রোববার সালেহ্ উদ্দিন বেবীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারসহ শুভাকাঙ্খীরা বাদ জোহর নগরীর মহিষবাথান গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন। এছাড়াও বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সালেহ্ উদ্দিন বেবীর আত্মার মাগফেরাতের জন্য তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।