কচুয়ার বিলে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪; সময়: ১২:৫২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বিলে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা। গ্রামবাংলার অকৃত্রিম রুপছায়া আর মায়া সবই যেন ধারণ করে আসছে শাপলা ফুল। কচুয়া-সাচার সড়কের পালাখাল বিলে ছোট ছাট জলাশয়, খাল-বিল নয়নাভিরাম রুপ দিতে ফুটিয়ে রয়েছে এই ফুল। বিলে লাল শাপলার সৌন্দর্যে পূর্বের আকাশের সূর্যের রক্তিম আভাকে যেন আলিঙ্গন করেছে।

জানা যায়, কচুয়া-সাচার সড়কের পালাখাল পূর্ব বিলে চোখে পড়ে শাপলা ফুলের বিপুল সমাহার। গ্রামীণ প্রকৃতির এই শাপলা ফুলের বাহারী রঙে ছেয়ে গেছে। হেমন্তের ভোরে সবেমাত্র সূর্য আকাশে উঁকি দিচ্ছে। তখনই মেলতে শুরু করে লাল শাপলা। বিলের স্বচ্ছ পানিতে লাল শাপলা ফোটার দৃশ্য দেখে যে কারোরই মনে হবে, পানিতে যেন কেউ লাল চাদর বিছিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালে এ বিলে শাপলা ফুল দেখতে আসেন অনেকে।

পালাখাল গ্রামের একজন স্থানীয় বাসিন্দা জানান, সূর্যের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা ঝিমিয়ে পড়ে। সূর্যোদয় থেকে দুপুর ১২টা পর্যন্ত লাল শাপলার সৌন্দর্য দৃশ্যমান থাকে।

প্রাকৃতিকভাবেই এই বিলে ফুটছে আকর্ষণীয় লাল শাপলা। যা বিলের আশপাশের পরিবেশ আর গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তুলেছে। বর্তমানে নদী-নালা, খাল-বিল ও আবদ্ধ জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকা থেকে জাতীয় ফুল শাপলা ক্রমান্বয়ে বিলুপ্ত হওয়ার পথে।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন জানান, পালাখাল পূর্ব বিলের শাপলার সৌন্দর্য দেখতে অনেকেই যাচ্ছেন। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল বর্ষাকালে ফোঁটে। শাপলা ফুল গাছ ঔষধি গুন সম্পন্ন। দেশের সর্বত্রই জলাধারে শাপলা ফুল দেখা যায়। তবে অযত্ন অবহেলায় শাপলা ফুল হারিয়ে যেতে বসেছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখতে হলে সকলকেই শাপলা ফুলের প্রতি যত্নবান হওয়া উচিত।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন