লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রকাশিত:
নভেম্বর ৩, ২০২৪; সময়: ৬:০৭ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার নারায়নপুর রেলগেট এলাকায় রাজশাহী – ঈশ^রদীগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাশেদা খাতুন (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে বুধপাড়া গ্রামের মহসিন আলীর স্ত্রী। রবিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অভাব অনটনের কারণে রবিরার সকালে স্বামীর সাথে কলহের এক পর্যায়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাশেদা। পরে নারায়নপুর এলাকায় রেললাইন থেকে তার ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়।
নারায়নপুর রেলগেটে কর্মরত গেটম্যান আনোয়ার হোসেন জানান, রেল গেটের পুর্বদিকে আউট সিনালের কাছাকাছি স্থানে রাশেদা খাতুন ট্রেনের চাকায় কাটা পড়েন। রেলওয়ে পুলিশ আসার আগেই খবর পেয়ে নিহতের স্বজনরা ভ্যানে তুলে তার লাশ নিয়ে যায়। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানাগেছে।