বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল, সদস্য সচিব মোস্তফা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪; সময়: ৮:১৭ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : তিন মাস পূরণ করার আগেই ৭ জুলাই গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙে দেয়া হয়েছিল। সোমবার (৪ নভেম্বর) দলের পক্ষ থেকে ফের সেই কমিটি ঘোষণা করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোাষিত কমিটির মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- মোস্তাফিজুর রহমান সেলিম, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দফতর)।

এরআগে, গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব। একই কমিটিতে সদস্য সচিব ছিলেন আমিনুল হক।

যদিও তিন মাস পূরণ করার সুযোগ পায়নি ওই কমিটি। গত ২৮ সেপ্টেম্বর নিরব ও আমিনুলের আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়। যদিও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা কমিটি ভাঙার বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কমিটি ভেঙে দেয়া হয়েছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন