বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাকিব মিয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ কার্যালয় জোনাল ম্যানেজার রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান।
বক্তব্য শেষে প্রধান অতিথি কৃষকের হাতে সরিষার বীজ ও সার তুলে দিয়ে প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন।
চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় মোট ৫,৫৮০ জন কৃষককে বিনামূল্যে এই কৃষি প্রণোদনা সহায়তা প্রদান করা হবে।
এর মধ্যে উদ্বোধনী দিনে ৫০০ জন কৃষকের মাঝে সরিষা ফসলের প্রণোদনা সহায়তা প্রদান করা হয়।
প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার পেয়েছেন।