পোরশায় ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় সুলতান শাহ্ (৪২) ও নুরুল ইসলাম (৫৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর টহল দল। মঙ্গলবার উপজেলার শিশা বাজার নিজ দোকান ঘর ও ঘাটনগর কানা পাহাড় থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- শিশা শাহুপাড়ার মৃত মজিবর রহমান ও ঘাটনগর কানাপাহাড়ের মৃত মুনতাজ আলীর ছেলে।
মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবির হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিশা বাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুলতানকে এবং নুরুলকে ৫ গ্রাম বাদামী রঙ্গের হেরোইন ও ৫০পিস ইয়াবাসহ আটক করা করে। রাতেই তাদের পোরশা থানায় সোপর্দ করা হয়েছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ব্যাপারে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে ও আটককৃতদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।