পোরশায় বিএনপির কার্যালয় পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪; সময়: ২:২২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংশ্লিষ্ট দলের একাংশের নেতাকর্মীরা।

নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে তারা বিক্ষোভ সমাবেশটি করে।

এতে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। এতে বক্তব্য রাখেন, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গণি, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক মিজানুর রহমান শাহ্সহ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে থেকে বক্তারা বিএনপির কার্যালয় পোড়ানোর বিষয়ে তদন্ত করে দোসীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন