গুরুদাসপুরে তিনদিন ব্যাপী মহাতাবু জলসা ও সমাপনী

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে তিনদিন ব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৪ এর সমাবেশে মহাতাবু জলসা ক্যাম্প ফায়ার, ফানুস উড়ানো, স্কাউটদের নৃত্য, আবৃতি, বিভিন্ন ডিসপ্লে, মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধায় খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার, উপজেলা স্কাউটসের সম্পাদক মিজানুর রহমান মিজান, সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ স্কাউটস জেলা সহসভাপতি সজীব কুমার, সম্পাদক এস,এম গোলাম মহীউদ্দিন, যুগ্ন সম্পাদক মোঃ কামরুল ইসলাম জয়, প্রোগাম চীফ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত ৪২টি ইউনিটের ২৯৪জন স্কাউট ও গালস্ গাইড অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনটি বিদ্যালয়সহ ৪২টি ইউনিটকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।এসময় অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন