এনায়েতপুরে খাজা ইউনুছ আলী রঃ এর ১৩৯ তম আবির্ভাব দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সিরাজগঞ্জের শাহ সুফি হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী রঃ এর ১৩৯ তম আবির্ভাব দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর তাঁর আত্মার শান্তি কামনায় মিলাদ দোয়া মাহফিল ও পবিত্র মাজার জিয়ারত করা হয়। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে খাজা ইউনুছ আলী ফাউন্ডেশন এর উদ্যোগে সারা দেশ থেকে আগত কয়েক হাজার ভক্তদের সম্মানে তবারক বিতরণ করা হয়।
এরপর বিকেল সাড়ে ৩টায় খাজা হযরত শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠনের উদ্যোগে ভক্ত অনুসারীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। আল্লাহু আকবার খচিত লাল নিশান নিয়ে বের হওয়া র্যালিটি দরবার শরীফের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকলের স্লোগান ছিল ‘আজ মোদের খুশির দিন, খাজা এনায়েতপুরীর জন্মদিন’।
পরে খাজা এনায়েতপুরী রঃ রহমতুল্লাহ এর আবির্ভাব দিবস উপলক্ষে আগত সকলকে শুভেচ্ছা জানান, দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া। তিনি বলেন, খাজা এনায়েতপুরী রহমতুল্লাহর আজ পবিত্র জন্মদিন। তিনি ইসলামের সত্য তরিকা প্রচারে মানবতার আলো ছড়িয়ে আমাদের যেমন দিকনির্দেশনা দিয়েছেন। তেমনি হৃদয়ে ধারণ করতেও উৎসাহ যুগিয়েছেন। পাশাপাশি ইসলামের নীতি অনুযায়ী জীবন কাঠামো করতেও নির্দেশ দিয়েছেন। আমরা সকলেই সে পথ অনুসরণ করে চলবো। মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করব।
তিনি বলেন, আমাদের সামনে সুদিন আসছে। আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। আশা করছি মধ্য প্রাচ্যে মুসলমানদের উপর আর রক্তের খেলা চলতে দেবে না ইসরাইলকে তিনি। আগেই তিনি এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলমানদের কাছে বিশ্বকে শান্তিময় করবেন। তাই মহান আল্লাহ পাক তাকে আবারো প্রেসিডেন্ট হিসেবে বিজয় করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।