কচুয়ার সাচার ডিগ্রি কলেজের সভাপতি শহীদুল ও বিদ্যুৎসাহী সদস্য মহব্বত মনোনীত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।
৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার তাঁকে এ কলেজের গভর্নিংবডির সভাপতি পদে অনুমোদন দেন।
এছাড়া বিদ্যুৎসাহী সদস্য হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত আলীকে মনোনীত করা হয়। এদিকে কলেজের সভাপতি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম ও শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মহব্বত আলী এ কলেজের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভে”ছায় বরন করে নেন কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে কলেজের নবাগত সভাপতি ড. শহীদুল ইসলাম ও বিদ্যুৎসাহী সদস্য ড. মহব্বত আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীরসহ অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য যে, তৎকালীন সময়ে জাতীয় পার্টির শাসনামলে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উ”চশিক্ষা গ্রহনের লক্ষে সংসদ সদস্য থাকাকালীন অধ্যাপক ডা. শহীদুল ইসলাম সাচার ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন।
কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিন পর অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে তার ভালো কাজের পুরষ্কার স্বরূপ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় আনন্দিত এলাকাবাসী। পাশাপাশি কচুয়া উপজেলার পাথৈর গ্রামের কৃতি সন্তান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত আলীকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করায় অভিনন্দন ও শুভে”ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।