অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ হবে : উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪; সময়: ৫:২২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এখন থেকে এলাকা ভিত্তিক গণ শুনানীর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। প্রতিটি শুনানীতে আমি নিজে উপস্থিত থাকবো। ইতিমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকতার্দের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পরিদর্শন কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন নদী তীরবর্তি শিল্পপার্ক ইকোনমিক জোন সহ যে কোন ধরণের মিলকলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে পানি দূষণ না হয় সে বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে। শুধু তাই নয়, নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙ্গন কবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার ডিসি মোঃ নজরুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকতাবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন