বাগমারায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভবানীগঞ্জ আলুহাটি থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে আলুহাটিতেই একটি আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পরিচালায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান, নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মোশারফ হোসেন মাষ্টার, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ্য আব্দুস সোবহান, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বিএনপি’র নেতা আখতারুজ্জামান তপন, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক আলাউদ্দিন আলো, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, রেজাউল করিম, সানাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৮ বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানীর সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।