মহাদেবপুরে দুঃস্থ নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী প্রকল্পের আওতায় দুঃস্থ নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী রাজিব আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ জন দুঃস্থ নারী কর্মীদের হাতে তাদের সঞ্চিত প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।
উপজেলা প্রকৌশলী সৈকত দাশ জানান, তিন বছর মেয়াদী এ প্রকল্পটি ২০২১-২২ অর্থ বছরে শুরু হয়ে ২০২৩-২৪ অর্থ বছরে শেষ হয়। এ প্রকল্পে উপজেলার ১০টি ইউনিয়নে ৩০০ টাকা দিন হাজিরায় ১০০ জন দুঃস্থ নারীকে নিয়োগ দেয়া হয়। প্রকল্পের নীতিমালা অনুযায়ী তাদের বেতনের ৬০ ভাগ পরিশোধ করে বাকি ৪০ ভাগ টাকা ব্যাংকে যৌথ হিসাবে জমা রাখা হয়েছিল। প্রকল্পের মেয়াদ শেষে দুঃস্থ নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রত্যেককে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।