রাজশাহীতে ৩ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪; সময়: ৬:২১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৩ দিন ব্যাপী ২২ তম বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসন ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। এর আগে অনুষ্ঠানের শুরুতে বনসাই পরিদর্শন করেন তিনি।

রাজশাহী বনসাই সোসাইটির আয়োজনে ও সংগঠনটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই তৌহিদ টুটু সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী, রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মোরশেদ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বনসাই নিয়ে উজ্জল ভবিষ্যৎ কামনা করে বক্তারা বলেন, উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি। প্রকৃতি নিয়ে কাজ করার লক্ষ্যে প্রতিবছর এই প্রদর্শনীতে ১৮ জন শিল্পীদের প্রায় ২৩৫ টি বনসাই গাছ স্থান পায়।

উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে দেশী বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেচুসা, রামফি, লংআইল্যান্ড, গোল্ডেন, ভাইরেন্স এ ছাড়াও বাগান বিলাস, বাওবাব, জেড, চাইনাবট, খাইচেরী, কতবেল ও রঙ্গন এছাড়াও আরও অনেক বনসাই গাছ।

বনসাই প্রদর্শনী ৭ নভেম্বর থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন